বৈশাখী মেলা এবং আড্ডা ১৪২৩ Boishakhi Mela & Adda 1423

বছর ঘুরে আবারও আসছে আমাদের নববর্ষ! বিদেশের মাটিতে আমাদের সেই আনন্দ-উৎসবের বৈশাখী মেলার স্বাদ থেকে আমরা কতটা বঞ্চিত, সেটা প্রতি বছরই অনুভব করি! খুব কি মনে পড়ে না, রাস্তার ধারে টং এর দোকানে বসে চা খাওয়া আর আড্ডা দেয়া? কিংবা, ইচ্ছা কি করে না, চানাচুরওয়ালার কাছ থেকে নিজের সামনে মাখানো ঝালমুড়ি-চানাচুর কিনে খেতে? অথবা, ফেরী করা কাঁচের চুড়ি-লেইস-ফিতা কিনতে? চটপটি? ফুচকা? হাওয়াই মিঠাই? পহেলা বৈশাখের মেলায়, পান্তা-ইলিশ-শুঁটকি ভর্তা দিয়ে কবে শেষবার পেটপুরে খেয়েছেন? খুব কি মিস করছেন বাংলাদেশের সেই বৈশাখী মেলা? তাহলে চুটিয়ে আড্ডা মারতে চলে আসুন ২৩শে এপ্রিলের সারাদিনব্যাপী বৈশাখী মেলা ১৪২৩ এবং আড্ডা’তে!!! সাথে আরোও থাকছেঃ **মঙ্গল শোভা যাত্রা** **রকমারী খাবার ও কাপড়ের স্টল** **মনোমুগ্ধকর গানের আসর** – প্রতি ঘন্টায় এক একটি আড্ডা (বৈশাখী গান, লোকগীতি, আধুনিক ও হারানো দিনের গান) **আড্ডা, আড্ডা, এবং আরোও অনেক আড্ডার সুব্যবস্থা** তারিখঃ শনিবার, ২৩শে এপ্রিল, ২০১৬ (১০ বৈশাখ, ১৪২৩) সময়ঃ সকাল ১১টা থেকে রাত ১১টা স্থানঃ মার্লবোরো কমিউনিটি সেন্টার, ৬৩৬ মার্লবোরো ওয়ে নর্থইস্ট, ক্যালগেরী, আলবার্টা, টি২এ ২ভি৯ প্রবেশ মূল্যঃ জনপ্রতি মাত্র ৫ ডলার (১২ বছরের নিচের বয়সীদের প্রবেশ মূল্য নেই) যোগাযোগঃ জন (৪০৩-৮০৯-৮৯২৭), দীপক (৪০৩-৮৬১-০০৮১), নিক্কন (৪০৩-৯০৩-২১৩২)

Pokaż mi Pełny opis zdarzeń

Fievent.com | Kontakt | Privacy | Terms

Publicado en Events |